সংসদ ভবেনর দক্ষিণ প্লাজায় বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষের অনুষ্ঠানে দু’দেশের রাষ্ট্রপতি

- আপডেট সময় : ০৮:২৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছেন, বঙ্গবন্ধুর জীবন সংগ্রাম প্রেরণা যোগায়। আর, রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন ভারত শুধু প্রতিবেশী নয়, পরীক্ষিত বন্ধু। জাতীয় সংসদ ভবেনর দক্ষিণ প্লাজায় বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ‘মহাবিজয়ের মহানায়ক’ অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন যুগে প্রবেশ করবে বলেও মনে করেন দুই রাষ্ট্রপতি।
বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ন সম্পর্ককে বেশি গুরুত্ব দেয় ভারত। দুই দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে ব্যবসা-বাণিজ্যের প্রসারের মাধ্যমে এক সঙ্গে কাজ করবেন বলোও জানান সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিকে, রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত বাংলাদেশের পরম বন্ধুর পরিচয় দিয়েছে সব সময়। বাংলাদেশের উন্নয়নে ভারত সব সময় পাশে থেকেছে। রাষ্ট্রপতি আরো বলেন, স্বাধীন ও স্বেচ্ছাচারিতাকে এক করে দেখলে হবে না। প্রতিটি কাজে সবাইকে নৈতিকতার সঙ্গে কাজ করতে হবে বলেও জানান তিনি।