সংসদে ৭২ জন নারী জনপ্রতিনিধিত্ব করছে: স্পিকার

- আপডেট সময় : ০৭:৩৬:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
স্স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সব ধরনের সহিংসতা বন্ধ করতে নারীদের আরো সজাগ থাকার তাগিদ দিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। অধিকার ও সমতা নিশ্চিত করতে নগর থেকে তৃণমূল পর্যায়ে দেশের সকল নারীর পাশে মহিলা আওয়ামী লীগ থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। জাতীয় জাদুঘরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন স্পিকার।
জাতীয় জাদুঘরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা আওয়ামী লীগ আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন,স্স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, সংসদে সংরক্ষিত ৫০ আসন থাকায় রাজনৈতিকভাবে নারীরা এগিয়ে রয়েছে। সংসদে ৭২ জন নারী জনপ্রতিনিধিত্ব করছে । নারীর ক্ষমতায়নের জন্য সরকারের নেয়া পদক্ষেপ দেশের উন্নয়নে জোরালো ভূমিকা রাখছে বলেও জানান স্পিকার ।
ডক্টর শিরীন শারমিন চৌধুরী বলেন, বিভিন্ন পেশায় নারীদের অংশ গ্রহণ দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়েছে। আর এ এগিয়ে চলার সাহস যুগিয়েছেন প্রধানমন্ত্রী।
মেয়েদের জন্য উপযোগী কর্মক্ষেত্র গড়ে তোলা গেলে দেশের উন্নয়নে নারীর অংশ গ্রহণ আরো বাড়বে বলেও জানান স্পিকার শিরীন শারমিন চৌধুরী।পরে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরুপ ৫ নারীকে সম্মাননা প্রদান করা হয়।