সংসদে ইসি নিয়োগ বিল উত্থাপন : দু’টি ধারা পরিবর্তনে কমিটির সুপারিশ

- আপডেট সময় : ০৭:৪৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশন বিল-২০২২-এর ওপর সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপন করা হয়েছে। কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এটি উপস্থাপন করেন। প্রতিবেদনে বিলটি সংশোধিত আকারে পাসের সুপারিশ করা হয়।
বিলে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগে প্রস্তাবিত বিলের বিধি অনুযায়ী যোগ্যতাসম্পন্ন ব্যক্তির নাম সুপারিশের জন্য ছয় সদস্যের অনুসন্ধান কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবে প্রধান বিচারপতি মনোনীত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতি, হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি, মহাহিসাব নিরীক্ষিক ও নিয়ন্ত্রক, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান এবং রাষ্ট্রপতির মনোনীত দু’জন বিশিষ্ট নাগরিক নিয়ে অনুসন্ধান কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। বিল গঠনের ১০ কার্যদিবসের মধ্যে কমিটি রাষ্ট্রপতির বরাবরে সুপারিশ পাঠানোর প্রস্তাব করা হয়েছে। এছাড়া, অনুসন্ধান কমিটি বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের কাছে নামের সুপারিশ আহবান করতে পারবে বলে বলা হয়েছে।