সংসদের ষোড়শ অধিবেশন বসছে আজ

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
সংসদের ষোড়শ অধিবেশন বসছে আজ। স্বাস্থ্যবিধি মেনে বৈঠক চলবে। তবে, করোনার নতুন ধরন ওমিক্রনের বিস্তারের জন্য বাড়তি কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বছরের প্রথম এই অধিবেশনে সংবিধানের বিধান অনুযায়ী ভাষণ দেবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বিকেল ৪টায় সংসদের বৈঠক শুরু হবে। প্রথম দিন সংসদের বৈঠকের শুরুতে শোক প্রস্তাব ও সভাপতিমণ্ডলীর মনোনয়নের পর স্পিকার রাষ্ট্রপতিকে ভাষণ দেয়ার আহ্বান জানাবেন। রাষ্ট্রপতির ভাষণের পর অধিবেশন মুলতুবি করা হবে। বৈঠক আবার বসলে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনা হবে। পুরো অধিবেশনজুড়ে ওই প্রস্তাবের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। গত ১ জানুয়ারি অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।