সংযোগ সড়ক নির্মাণ জটিলতায় চালু হচ্ছে না, অর্ধশতাধিক গ্রামবাসীর স্বপ্নের “গন্ডব সেতু”

- আপডেট সময় : ০১:৫০:২২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
সংযোগ সড়ক নির্মাণ জটিলতায় চালু হচ্ছে না, নড়াইলের লোহাগড়া উপজেলার অর্ধশতাধিক গ্রামবাসীর স্বপ্নের “গন্ডব সেতু”। সেতুর দু’পাশে ব্যক্তিমালিকানাধীন জমি অধিগ্রহণ জটিলতায় আটকে রয়েছে সংযোগ সড়কের নির্মাণকাজ। কর্তৃপক্ষ বলছে, নতুন নকশা অনুযায়ী দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে সেতুটি চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডবগ্রামে ২০১৬ সালের এপ্রিলে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। নির্ধারিত সময়ের প্রায় আড়াই বছর পর এর কাজ শেষ হয়। সংযোগ সড়কের জন্য দরকার পড়ে সেতুর দু’পাশে থাকা ব্যক্তিমালিকানাধীন জমি। কিন্তু, ক্ষতিপূরণ না দেওয়ায় জমির মালিক আদালতের শরনাপন্ন হয়। এতে আটকে যায় সংযোগ সড়ক নির্মাণের কাজ। এভাবেই পড়ে আছে গত ন’মাস ধরে।
সেতুটি চালু হলে লাহুড়িয়া, শালনগর, নোয়াগ্রাম, কাশিপুর ইউনিয়নসহ অর্ধশতাধিক গ্রামবাসী নড়াইল জেলা শহরে সরাসরি ও দ্রুত যাতায়াত করতে পারবে। দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে ভ্যান, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন চালকদের। বিকল্প পথে অতিরিক্ত পথ ঘুরে চলাচল করতে হচ্ছে তাদের।
ঠিকাদারি প্রতিষ্ঠান দাবি করে, জমির মালিকদের বাঁধার কারনে ন’মাস ধরে কাজ বন্ধ রয়েছে। এলজিইডির নির্বাহী প্রকৌশলী ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে তিনি জানান, নতুন করে সংযোগ সড়কের নকশা করা হয়েছে। খুব দ্রুত কাজ শুরু হবে। শিগগিরই ১০ কোটি ১৯ লাখ ৮১ হাজার টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি ব্যবহারের আশা করে, এলাকাবাসী।