সংবিধান কেটে ছিঁড়ে নিজেদের মতো ব্যবহার করছে সরকার: ফখরুল

- আপডেট সময় : ০৯:১২:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
নিজেদের দেশের মালিক মনে করে সংবিধান কেটে ছিঁড়ে ব্যবহার করছে সরকার, মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ শব্দটি এখন মানুষের কাছে গালি হিসেবে পরিচিত। দুপুরে ডিআরইউ মিলনায়তনে আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন, সরকার প্রতারণার মাধ্যমে জনগণকে ধোঁকা দিয়ে আবারও একতরফা নির্বাচন করতে চায়। জনগণের ভোটাধিকার ফেরাতে আন্দোলনের বিকল্প নেই বলেও জানান মির্জা ফখরুল।
রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিট মিলনায়তনে নাগরিকদের সাংবিধানিক ও মানবাধিকার সুরক্ষা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে গণ অধিকার পরিষদ।
বিএনপি ও সমমনা দলের নেতারা বলেন, দেশে যে অবস্থা বিরাজ করছে তা থেকে উত্তরণে প্রয়োজন কঠোর আন্দোলন। আর সে দায়িত্ব বিএনপিকেই নিতে হবে।
প্রধান অতিথি বিএনপি মহাসচিব বলেন, সরকার দেশটিকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে।
সংবিধানকে নিজেদের প্রয়োজনে কাটা ছেড়ে করেছে আওয়ামী লীগ জানিয়ে তিনি বলেন, এ সংবিধানে নির্বাচন হলে, তা হবে জনগণের সাথে প্রতারণা।
জনগণের ভোটাধিকার ফেরাতে আন্দোলনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।