সংঘর্ষ হয় এমন নির্বাচন চাই না

- আপডেট সময় : ০২:১৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
সংঘর্ষ হয় এমন নির্বাচন চাই না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। একই সঙ্গে নির্বাচন সুষ্ঠু করতে জনপ্রতিনিধিদের সহায়তার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ ও কঠোর ভূমিকা পালনের নির্দেশও দেন তিনি। এসময় ভোটার উপস্থিতি সন্তোষজনক নয় মন্তব্য করে কে এম নূরুল হুদা আরো বলেন, ভোট উপস্থিতি বাড়ানো রাজনৈতিক দলগুলোর দায়িত্ব এবং সিটি নির্বাচনে ইভিএম এর ব্যবহারে ইতিবাচক সাড়া পেয়ে নির্বাচন কমিশন। রাজধানীর উত্তরায় নিজ কেন্দ্র ভোট দেওয়া শেষে গণমাধ্যম কর্মীদের দেয়া প্রতিক্রিয়ায় তিনি এসব বলেন।
ঘড়ির কাটায় সকাল ১০টা। অনেকটাই ভোটার শূন্য রাজধানীর উত্তরা আই ই এস স্কুল এণ্ড কলেজ কেন্দ্র। সোয়া এগারোটায় এই কেন্দ্রে ভোট দিতে আসেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। ইভিএম পদ্ধতিতে নিজের ভোট দিতে গিয়ে বিপত্তির মুখে পড়েন তিনি। দ্বিতীয় দফা চেষ্টার পর দেন ভোট। এরপর গণমাধ্যমের কাছে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার শুরুতেই আসে ভোটারদের কম উপস্থিতির প্রসঙ্গ। সিইসি বলেন, ভোটার উপস্থিতি বাড়ানো নয়, সুষ্ঠু নির্বাচন ইসির দায়িত্ব।
নির্বাচনে বিভিন্ন কেন্দ্রের সংঘাত ও সংহিসতা প্রশ্নে তিনি বলেন, নির্বাচনকে উৎসবমুখর করতে সবার সহযোগীতা প্রয়োজন। সিটি নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত সঠিক ছিল এবং ভোটারদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলেও দাবী করেন কে এম নূরুল হুদা।