সংঘর্ষ, গ্রেফতারের মধ্য দিয়ে ফেনীর দুই উপজেলার ভোট গ্রহণ অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৫:৪০:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
সংঘর্ষ, গ্রেফতারের মধ্য দিয়ে ফেনীর দুই উপজেলার ১৫ টি ইউনিয়ন পরিষদে চতুর্থ ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এসময়ে প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। এছাড়া, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করায় ১৩ জন পোলিং এজেন্টকে গ্রেফতার করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সকাল থেকেই মোটামুটি শান্তিপুর্ণ পরিবেশে শুরু হয় ভোটগ্রহণ। শুরুতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে বাড়তে থাকে ভোটারদের উপস্থিতিও। একই সাথে উত্তাপ ছড়ায় নির্বাচনী আমেজে।
সোনাগাজীর মতিগঞ্জের স্বরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকরদের মধ্যে সংঘর্ষে সুজন ও রবিউল নামের দুইজন আহত হয়। অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে কিছু সময়ের জন্য বন্ধ ছিল ফিরোজা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
পরস্পরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করে নিজেদের জয়ের ব্যপারে আশা কথা জানান প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
এদিকে চরছান্দিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করায় বিভিন্ন প্রার্থীর ১৩ জন এজেন্টকে আটক করেছে ভ্রাম্যমান আদালত।
১৫ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৭ টিতেই চেয়ারম্যান পদে বীনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ সমর্থক প্রার্থীরা। বাকি ৮ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৮ জন ও সাধারণ সদস্য পদে ৪২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।