সংঘর্ষ-অগ্নিকান্ড-ব্যালট ছিনতাইয়ের মধ্য দিয়ে শেষ হলো সপ্তম ধাপের ইউপি নির্বাচন
- আপডেট সময় : ০৭:২৯:৪২ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
সহিংসতা, সংঘর্ষ, অগ্নিকান্ড, ব্যালট পেপার ছিনতাইয়ের মধ্য দিয়ে সপ্তম ধাপের ১৩৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। চট্টগ্রামের সাতকানিয়ার খাগরিয়া ইউপি নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। সকাল আটটা থেকে ভোট চলে টানা বিকেল ৪টা পর্যন্ত। দেশজুড়ে কেন্দ্রে কেন্দ্রে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
চট্টগ্রামের সাতকানিয়ার খাগরিয়া ইউপি নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে দুইজন মারা গেছে। ভোটকেন্দ্রে ধাওয়া-পাল্টা-ধাওয়া, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এই প্রাণহানি হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক জানান, নৌকার চেয়ারম্যান প্রার্থী আক্তার হোসেন ও আওয়ামী লীগের বিদ্রোহী জসিম উদ্দিনের সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। কারা গুলি করেছে তা জানা যায়নি। দুটি কেন্দ্রের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। এদিকে, খাগরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে আগ্নেয়াস্ত্রসহ ৫ জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
ঠাকুরগাঁও সদর উপজেলায় ভোটকেন্দ্র দখলের চেষ্টায় একাধিক ককটেল বিস্ফোরণ করা হয়েছে। এ ঘটনায় মতি রায় নামের একজনকে আটক করেছে পুলিশ। এ সময় ব্যালট পেপার ও সিল নিয়ে পালিয়ে যায় বহিরাগতরা। পুলিশ বাধা দেয়ার চেষ্টা করলে, চড়াও হয় ছাত্রলীগ কর্মীরা। পরে, বিজিবি ও টহল পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। উপজেলার সেনুয়া চৌধুরী হাট উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে চার যুবককে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রিপন সরকার।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই হয়েছে। এতে, প্রায় ঘণ্টাখানেক ভোটগ্রহণ বন্ধ থাকে। উপজেলার চরপার্বতী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, কেন্দ্র দখলের জন্য বহিরাগত সন্ত্রাসীরা বাইরে থাকা চেয়ার-টেবিলে অগ্নিসংযোগ করে। এর কিছুক্ষণ পর দুর্বৃত্তরা ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়।
উৎসবমুখর পরিবেশে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চন্ডিপুরে ৯টি কেন্দ্রের ২৭টি বুথে ভোট দেন ভোটাররা। পুরুষ ভোটারের তুলনায় নারীদের উপস্থিতি ছিল বেশি।
নির্বাচন কমিশন, প্রশাসন, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারীর মধ্য দিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ১১ ইউপিতে ভোটগ্রহণ শেষে চলছে গণনা।
দীর্ঘ ১১ বছর পর চুয়াডাঙ্গার তিতুদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোটগ্রহণ শেষে চলছে গণনা।
শেষ ধাপে ইউপি নির্বাচনে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নে ভোট গ্রহণ শেষ হয়েছে। ইউনিয়নের ৯টি কেন্দ্রে সতর্ক অবস্থায় ছিল নিরাপত্তা বাহিনীর সদস্যরা।










