সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় জড়িতদের কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

- আপডেট সময় : ০৬:৫২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
হিন্দু ধর্মালম্বীদের ওপর হামলা ও বাড়িঘরে অগ্নিসংযোগের সাথে জড়িতদের যত দ্রুত সম্ভব গ্রেফতার করে আইনের আওতায় আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি আরো বলেন, এসব সাম্প্রদায়িক হামলার যাতে আর পুনরাবৃত্তি না ঘটে সেজন্য কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। এছাড়া, রংপুরের ঘটনায় ক্ষতিগ্রস্তদের বাসস্থানসহ অন্যান্য সহায়তা দেয়া হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিসভা বৈঠকে বসে। এসময় গণভবন থেকে ভার্চুয়ালী যোগ দেন সরকার প্রধান।
হিন্দুধর্মালম্বীদের ওপর হামলা ও বাড়িঘরে অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের করে শাস্তির আওতায় আনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম
তিনি আরো জানান, এ বিষয়ে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান খন্দকার আনোয়ারুল ইসলাম। জানান, রংপুরে ঘটনায় ক্ষতিগ্রস্তদের বাসস্থানসহ অন্যান্য সহায়তা দেয়া হবে।