ষড়যন্ত্রকারীরা ভেবেছিলো আওয়ামী লীগ কোনো দিন পদ্মা সেতু করতে পারবে না : প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৭:০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
পদ্মা সেতু উদ্বোধনের পর শিবচরের কাঁঠালবাড়ি জনসভায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০০১ সালে আওয়ামী লীগ সরকার পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেও, খালেদা জিয়া ক্ষমতায় গিয়ে বন্ধ করে দিয়েছিলেন।
আওয়ামী লীগ আবার ২০০৯ সালে পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু করে। লাখো লোকের জনসভায় শেখ হাসিনা বলেন, ষড়যন্ত্রকারীরা ভেবেছিলো আওয়ামী লীগ কোনো দিন পদ্মা সেতু করতে পারবে না। কিন্তু, সব ষড়যন্ত্রের মোকাবিলা করে জনগনের শক্তি নিয়ে, নিজেদের টাকায় তৈরি হয়েছে স্বপ্নের পদ্মা সেতু।
দক্ষিনাঞ্চলের ২১ জেলা সহ সারাদেশ থেকে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মাদারীপুরের শিবচরের জনসভায় সামিল হন লাখো মানুষ।
মাওয়া প্রাস্তে সুধী সমাবেশ ও স্বপ্নের পদ্মা সেতু আনুষ্ঠানিক উদ্বোধন শেষে দুপুরে, জাজিরা প্রান্তে শিবচরের জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, জনতার শক্তি নিয়ে আওয়ামী লীগ সরকার পদ্মা সেতুর নির্মান কাজ শুরু করেছিল।
লাখো জনতার উদ্দেশে সরকার প্রধান, বিএনপি নেত্রী খালেদা জিয়াকে পদ্মা সেতু দেখে যাবার আমন্ত্রন জানান।
তিনি বলেন, বাঙ্গালী জাতি কখনই মাথানত করে নাই আর করবেও না।
দেশের মানুষের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু জীবন দিয়ে গেছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, প্রয়োজনে তিনিও মানুষের জন্য জীবন দিতে প্রস্তুত।