ষড়যন্ত্রকারীদের হুংকারে রাজাকারের তালিকা বন্ধ হবে না
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯
- / ১৬২৪ বার পড়া হয়েছে
ষড়যন্ত্রকারীদের হুংকারে রাজাকারের তালিকা বন্ধ হবে না। এমন হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বৃহস্পতিবার নওগাঁয় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি দেন তিনি। মন্ত্রী বলেন, এবার নির্ভুল তালিকা প্রকাশের জন্য গ্রাম থেকে কমিটির মাধ্যমে রাজাকারের তালিকা নেয়া হবে। দেশের প্রতিটি মুক্তিযোদ্ধাকে বিজয় দিবস ও স্বাধীনতা দিবসের ভাতা দেয়া হবে বলেও জানান মোজাম্মেল হক। এ সময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এর আগে জেলার ১১টি উপজেলায় নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।

















