ষোল বছর পর খালেদা জিয়ার নির্বাচনী আসন ফেনীর ছাগলনাইয়ায় বিএনপির জনসভা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
- / ১৯৩৬ বার পড়া হয়েছে
দীর্ঘ ১৬ বছর পর…বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্বাচনী আসন ফেনীর ছাগলনাইয়াতে জনসভা হতে যাচ্ছে আজ। এই জনসভা ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ শুরু হয়েছে। সকাল থেকেই দলে দলে সভায় যোগ দিতে শুরু করেন নেতা-কর্মীরা।
দুপুর ২টায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতোমধ্যেই তিনি ফেনী পৌঁছেছেন।
এর আগে জনসভাস্থল ছাগলনাইয়া আদালত মাঠ পরিদর্শন করেন সভার প্রধান সমন্বয়কারী ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক রফিকুল আলম মজনু, কেন্দ্রীয় গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক বেলাল আহমেদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব ও অ্যাডভোকেট সায়ানা আক্তার শানুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।