ষষ্ঠ ধাপে দেশে ২১৯ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ কাল

- আপডেট সময় : ০২:২৫:৪১ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
ষষ্ঠ ধাপে দেশে ২১৯ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ কাল। আজ কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পৌঁছে দেয়ার কাজ করছে নির্বাচন কমিশন। ২৩ জেলার ৪৩টি উপজেলায় শনিবার মধ্যরাতে ভোটের প্রচার শেষ হয়েছে। অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচনি এলাকায় ৫৪ ঘন্টার মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসি। রোববার মধ্যরাত ১২টা থেকে সোমবার মধ্যরাত ১২টা পর্যন্ত সব যন্ত্রচালিত যান চলাচলও বন্ধ থাকবে।
ইতোমধ্যে পাঁচটি ধাপের নির্বাচন সম্পন্ন করেছে ইসি। ৬ষ্ঠ ধাপে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ৮টি ইউনিয়নের নিবাচন হবে আগামী কাল। ৮টি ইউনিয়নে এবার ব্যালটের পরিবর্ততে ভোট হবে ইভিএম মাধ্যমে। সাদুল্যাপুর উপজেলায়- ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৮ জন, সংরক্ষতি সদস্য পদে ১৫০ জন এবং সাধারণ সদস্য পদে ৬১৮ জন নিবাচনে অংশ নিচ্ছেন। সাদুল্যাপুর উপজেলায় মোট ভোটার সংখ্য ১ লাখ ৭১ হাজার ৫৭২ জন ভোটার রয়েছেন।
অন্যদিকে, ৬নং ধাপেরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শহিদুল ইসলাম শিপনের নেতাকর্মীদের ভয়ভীতি ও হুমকি প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে চেয়ারম্যান প্রার্থী।
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররাম রামপুর ও সরিষাবাড়ি উপজেলার পিংনা ইউনিয়ন পরিষদের নির্বাচন। ২টি ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন। সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে ২৭ জন নারী এবং ৮৮ সাধারণ ওয়ার্ডে সদস্য পদে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৬ষ্ঠ ধাপে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ৮টি ইউনিয়নের নির্বাচন হবে আগামী কাল। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্র পাঠানে হচ্ছে নিবাচনী সরঞ্জাম। সাদুল্যাপুর পাইলট হাইস্কুল মাঠে জেলা পুলিশ সুপার তৌহিদুল ইসলাম নিবার্চনে নিয়োজিত সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিভিন্ন দিক নিদের্শনা মুলক বক্তব্য রাখেন।
এদিকে, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ৩টি ও চিলমারী উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের প্রস্তুতি চলছে। এ দুটি উপজেলার প্রতিটি ইউপিতে ইভিএম এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন অফিস থেকে কেন্দ্রে কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনসহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু হয়েছে।
সপ্তম ধাপে আগামী ৭ ফেব্রুয়ারি ও অষ্টম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১০ ফেব্রুয়ারি।