শ্রীলঙ্কা সফরের জন্য নিজেদের প্রস্তুত করছেন জাতীয় দলের ক্রিকেটাররা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৯০ বার পড়া হয়েছে
বিসিবি’র ব্যবস্থাপনায় অব্যাহত রয়েছে ক্রিকেটারদের অনুশীলন। শ্রীলঙ্কা সফরের জন্য ব্যক্তিগতভাবে নিজেদের প্রস্তুত করছেন জাতীয় দলের সবাই।
মিরপুরের সেন্ট্রাল উইকেটে দীর্ঘক্ষণ ব্যাটিং প্র্যাকটিস করেছেন সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম। সূচির বাইরে ব্যক্তিগতভাবে বাড়তি অনুশীলন করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সেন্ট্রাল উইকেটে ব্যাটিং-এর সুযোগ না পেলেও বোলিং করেছেন মাহমুদউল্লাহ। সঙ্গী ছিলেন স্পিনার তাইজুল। সামনেই শ্রীলংকা সফর। লঙ্কানদের সঙ্গে সিরিজে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। টেস্টে দীর্ঘক্ষণ বল করার জন্য নিজেকে প্রস্তুত করছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এদিকে, এ মাসেই দলগত অনুশীলন শুরু হবে ক্রিকেটারদের।