শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে ২-০ তে সিরিজ জয় করেছে ওয়েস্ট ইন্ডিজ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৭:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে ২-০ তে সিরিজ জয় করেছে ওয়েস্ট ইন্ডিজ। লঙ্কানদের দেয়া ১৫৫ রানের জবাবে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে উইন্ডিজ।
টস হেরে ব্যাট করতে নেমেই ১৬ রানে ফার্নানদোকে হারায় শ্রীলঙ্কা। দলীয় ৪৮ রানে ফেরেন জয়সুরিয়া। এরপর, শানাকার ৩১, অ্যাঞ্জেলো ম্যাথিউসের ২৩ ও থিসারা পেরেরার ২১ রানের সুবাদে ৬ উইকেটে দলীয় স্কোরে ১৫৫ রান সংগ্রহ করে লঙ্কানরা। জবাবে শুরুটা তেমন ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। দলীয় ২৩ রানে হারায় সিমন্সকে। এরপর দলের হাল ধরেন ব্র্যান্ডন ও হেটমায়ার জুটি। ব্র্যান্ডন ৪৩ রান করে বিদায় নিলেও, ৪৩ রান করে অপরাজিত থাকেন হেটমায়ার। শেষদিকে ১৪ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন আন্দ্রে রাসেল।