শ্রীলংকা সংকট পর্যবেক্ষণ করে বাংলাদেশকে আরো বেশি সর্তক হতে হবে : সাবেক পররাষ্ট্র সচিব

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
- / ১৫৯০ বার পড়া হয়েছে
শ্রীলংকা সংকট পর্যবেক্ষণ করে বাংলাদেশকে আরো বেশি সর্তক হতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্র সচিব সি এম শফি সামি। তিনি বলেন, দেশের রাজনীতিতে আন্তর্জাতিক প্রভাব থাকলেও, পাকিস্তানের ঢেউ কোনো প্রভাব ফেলবে না।
রাজধানীর এফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে সি এম শফি সামী এসব কথা বলেন। তিনি মনে করেন, পাকিস্তানের গনতন্ত্র কখনো নিজের পায়ে দাঁড়াতে পারেনি। অদৃশ্য ক্র্যাচের উপর নির্ভর করে চলছে দেশটি। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহম্মেদ চৌধুরী কিরণ সঞ্চালনা করেন অনুষ্ঠানটি। বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি ও গ্রীন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে, বিজয়ী দলকে ট্রফি ও সার্টিফিকেট প্রদান করা হয়।