শ্রীমঙ্গলের দূর্গম পাহাড়ি এলাকায় হাজার বছরের প্রাচীন গিরিখাদের সন্ধান
- আপডেট সময় : ০২:১৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দূর্গম পাহাড়ি এলাকায় হাজার বছরের প্রাচীন কয়েকটি গিরিখাদের খোঁজ পাওয়া গেছে। ভিন্ন আঙ্গিকে সৃষ্ট গিরিখাদগুলো বেশ আকর্ষনীয় ও রোমাঞ্চকর। স্থানীয় প্রশাসন জানায়, এলাকাটি দুর্গম ও বিপজ্জনক। চলাচলের রাস্তার উন্নয়ন না হওয়া পর্যন্ত এখানে ভ্রমণ ঝুঁকিপূর্ণ।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় প্রকৃতিপ্রেমী পর্যটকরা খোঁজ পেয়েছেন প্রাচীন গিরিখাদের। জানতে পেরে এলাকাটি ঘুরে দেখেছেন জেলা প্রশাসনের কর্মকর্তারাও। গিরিখাত ছাড়াও সেখানে আছে কয়েকটি ছোট জলপ্রপাত ও ঝর্নাধারা। হাজার হাজার বছর জলধারা প্রবাহিত হয়ে গিরিখাদগুলোর দু’পাশ খাড়া পাথরে পরিনত হয়েছে। পানির ক্রমাগত ধারায় পাহাড়ের গায়ে সৃষ্টি হয়েছে দৃষ্টিনন্দন কারুকাজ। দেখতে রোমাঞ্চকর হলেও, এর যাতায়াতের পথ খুবই ঝুঁকিপূর্ণ। রাস্তার উন্নয়ন না হওয়া পর্যন্ত যাওয়া ঠিক হবে না বলে মনে করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সরকারের উন্নয়ন কর্মসূচির আওতায় এনে, জরুরিভাবে গিরিখাদ এলাকার রাস্তা চলাচল উপযোগী করার দাবি জানিয়েছে সবাই।





















