শ্রমিক লীগ নেতাদের রেলের টিকিট ভাগাভাগির গোপন ভিডিও ভাইরাল
- আপডেট সময় : ০১:৩৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
রাজশাহীতে শ্রমিক লীগ নেতাদের রেলের টিকিট ভাগাভাগি নিয়ে হ্ট্টগোলের গোপন ভিডিও নিয়ে শুরু হয়েছে তোলপাড়। মহাব্যবস্থাপক ও প্রধান বুকিং সহকারীকে হুমকির ঘটনায় জিডিও হয়েছে থানায়। পাশাপাশি উচ্চমহলের নির্দেশে তদন্ত কমিটি করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
গত ১৮ জুলাই রাতে রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজারের কক্ষে টিকিট ভাগাভাগি নিয়ে রেলওয়ে শ্রমিক লীগ নেতা ওয়ালি খান ও দেবব্রত দেবুর মধ্যে এমন হট্টগোল ও বাগযুদ্ধ। এভাবেই ক্ষমতার দম্ভ প্রকাশ করেন তারা। টিকিটের ভাগ না পেয়ে স্টেশন ম্যানেজারের উপস্থিতিতেই পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ও প্রধান বুকিং সহকারীর উদ্দেশ্যে হুংকার ছাড়েন রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ওয়ালি খান।
ঈদের পরেও রেলের টিকিট নিয়ে এখনো হাহাকার কাটে নি। এ সময়েও শ্রমিক লীগ নেতাদের এমন কাণ্ডে বিব্রত রেলওয়ের শীর্ষ কর্মকর্তারা। তারা জানিয়েছেন, চাকরি থেকে অবসরে যাওয়ার পরও দাপট থামছে না শ্রমিক লীগ নেতা ওয়ালি খানের।
যদিও মহাব্যবস্থাপকের বিরুদ্ধেই পাল্টা অভিযোগও করেছেন দাপুটে নেতা ওয়ালি খান।
ভিডিওকাণ্ডে তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার হবে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ।




















