শ্রমিক নির্যাতনের অভিযোগে জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির সভাপতি গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
লালমনিরহাটে দুই লিটার সয়াবিন তেল চুরির অভিযোগে এক হোটেল শ্রমিক কিশোরকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগে জেলা ট্রাক ও ট্যাংকলরী মালিক সমিতির সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ।
গেল মঙ্গলবার দুপুরে শহরের মিশনমোড়ে একটি অটো রিক্সা থেকে দুই লিটারের একটি সয়াবিন তেলের বোতল চুরি হয়। পরবর্তীতে ওই কিশোরকে চুরির অভিযোগে জেলা ট্রাক ও ট্যাংকলরী মালিক সমিতির সভাপতি আশরাফ আলী লাল লোহার রড দিয়ে বেধরক মারপিট করতে থাকেন। এক পর্যায়ে জুতোসহ পা দিয়ে কিশোরের মাথায় লাথি এবং পা দিয়ে মাথা চেপে ধরে থাকেন। এমন একটি, নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে রাতেই পুলিশ সুপারের নির্দেশে গ্রেফতার করে অভিযুক্ত লাল মিয়াকে। নির্যাতিত কিশোরকে পুলিশি হেফাজতে চিকিৎসা দেয়া।