শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

- আপডেট সময় : ০৭:৪০:৫৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
সাভারের আশুলিয়া ও গাজীপুরে শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা।
সাভারের আশুলিয়ায় শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে রপ্তানীমুখী দু’টি তৈরী পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে। বিক্ষুব্ধ শ্রমিকরা এসময় কারখানার সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রোজ ইন্টিমেটস কারখানার শ্রমিকরা জানায়, করোনাদুর্যোগের মধ্যেই প্রতিষ্ঠানটির ২ শতাধিক শ্রমিককে অমানবিকভাবে ছাটাই করেছে কর্তৃপক্ষ। সকালে কাজে এসে ছাটাইয়ের এ নোটিশ দেখে বিক্ষুব্ধ হয়ে উঠে শ্রমিকরা।
এদিকে, সকাল থেকে গাজীপুর মহানগরের তারগাছ এলাকার অনন্ত ক্যাজুয়াল লিমিটেড নামে পোশাক কারখানায় ছাটাইয়ের প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আটকা পড়ে প্রচুর কাভার্ড ভ্যান ও লরি। শিল্প-পুলিশ এসে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেবার ব্যবস্থা করে। শ্রমিকদের চাকরিচুত্য করা হবে না- এমন প্রতিশ্রুতি দিলে এবং কর্তৃপক্ষ আগামীকাল থেকে শ্রমিকদের কাজে যোগ দেয়ার ঘোষণা দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেয়।