শৈলকুপায় বিজয়ী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া

- আপডেট সময় : ০২:১৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
ঝিনাইদহের শৈলকুপায় বিজয়ী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও বাড়ি ঘর-দোকানপাট ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত ৫ জন।
সকালে শৈলকুপা দুধসর ইউনিয়নের দুধসর গ্রামে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩৮ রাউন্ড শর্টগানের গুলি ও ৩ রাউন্ড রাবার বুলেট বর্ষণ করেছে পুলিশ। পুলিশ জানায়, ৫ ধাপের ইউপি নির্বাচনে দুধসর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচিত হয় আওয়ামী লীগের প্রার্থী সাহাবুদ্দিন সাবুর সমর্থকরা বৃহস্পতিবার সন্ধ্যায় পরাজিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী টিএ রাজু’র সমর্থক শহীদ নামের এক ব্যক্তির মুদি দোকান বন্ধ করে দেয় । এরই জেরে সকালে উভয় পক্ষের সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ভাংচুর করা হয় পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের প্রায় ১৫টি বাড়িঘর ও দোকানপাট। এসময় উভয় পক্ষের কমপক্ষে ৫ জন আহত হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৩৮ রাউন্ড শর্টগানের গুলি ও ৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।