শেষ সপ্তাহে চলে এসেছে এবারের অমর একুশে গ্রন্থমেলা

- আপডেট সময় : ১২:০০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
দেখতে দেখতে সময় ফুরিয়ে শেষ সপ্তাহে চলে এসেছে এবারের অমর একুশে গ্রন্থমেলা। মেলা চলবে আর মাত্র ছ’দিন। তাইতো মেলা শেষ হওয়ার আগেই কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। সবমিলে শেষ মুহুর্তে বাঙালির প্রাণের মেলা যেন লেখক-প্রকাশক-পাঠক-দর্শনার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছে। বিদায় ক্ষণে পূর্ণতা পাওয়া গ্রন্থমেলায় তালিকা ধরে এখন বই কিনছেন পাঠকরা। এতে হাসির ঝলক প্রকাশকদের মুখেও।
ভাষার মাস ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বাঙালির প্রাণের অমর একুশে গ্রন্থমেলা শুরুতে হালকা মেজাজে থাকলেও বিদায় ক্ষণে যেন পেয়েছে তার পূর্ণতা। গ্রন্থমেলার ২৩তম দিনে কর্মদিবস ও হালকা মেঘলা আবহাওয়া থাকলেও মেলায় পাঠক-দর্শনার্থীদের ভিড় ছিলো চোখে পড়ার মতো। ভাষা শহীদের স্মৃতির প্রতি নিবেদিত গ্রন্থমেলা এবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে উৎসর্গ করা হয়েছে। তাই মেলায় তার জীবন ও কর্ম সম্পর্কিত বইয়ের প্রকাশ ছিলো চোখে পড়ার মতো। পাশাপাশি গল্প-কবিতা-উপন্যাসসহ নানা ধরণের বই প্রকাশ পেয়েছে এবারের মেলায়। সবমিলে শেষ মুহুর্তে পাঠক সাড়ায় বেশ সন্তুষ্ট নবীন লেখকরা।
এবারের গ্রন্থমেলায় এ পর্যন্ত প্রায় ৫ হাজারের কাছাকাছি নতুন বই প্রকাশিত হয়েছে। পাশাপাশি পাঠক নন্দিত পুরেনো অনেক বইয়ের নতুন সংস্করণও আছে স্টলে স্টলে। এসব বই নিয়েও বেশ আগ্রহ রয়েছে পাঠক-দর্শনার্থীদের।
এবারের গ্রন্থমেলায় তরুণ প্রজন্মের উপস্থিতিও চোখে পড়ার মতো। পাশাপাশি বিভিন্ন স্কুল-কলেজ ও সংগঠন থেকেও পাঠক-দর্শনার্থীরা গ্রন্থমেলায় আসছেন ঘটা করে। মেলায় প্রায় প্রতিদিনই প্রকাশিত হচ্ছে নবীন-প্রবীণ লেখকদের নতুন নতুন বই। তবে নতুন প্রজন্মকে আরো বেশি বইমুখি করতে বই প্রকাশের সংখ্যা বাড়ানোর চে’ সেগুলোর মান বৃদ্ধিতে সচেষ্ট হতে লেখক-প্রকাশকদের প্রতি আহ্বান জানিয়েছেন বইপ্রেমীরা।