বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাদল রায়ের প্রতি শেষ শ্রদ্ধা

- আপডেট সময় : ১১:০৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
শেষ শ্রদ্ধা জানাতে সাবেক তারকা ফুটবলার বাদল রায়ের মরদেহ মোহামেডান ক্লাব প্রাঙ্গণে রাখা হয়। সেখান থেকে দুপুর ১২টা নাগাদ তার মরদেহ নেয়া হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। সেখানে শেষ বারের মতো তাকে শ্রদ্ধা জানাবেন বাদল রায়ের ভক্ত ও অনুরাগীরা। দুপুর ২টায় কালী মন্দিরে শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাদল রায় গেলো সন্ধ্যায় ধানমন্ডির বাংলাদেশ মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। লিভার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন বাদল রায়। তার বয়স হয়েছিলো ৬৫ বছর। এই তারকা ফুটবলারের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গেলো ৫ নভেম্বর গুরুতর অসুস্থ হয়ে আজগর আলী হাসপাতালের আইসিইউতে ভর্তি হন এই তারকা ফুটবলার। পরে অবস্থার অবনতি হলে ১১ নভেম্বর আজগর আলী থেকে তাকে নেয়া হয় স্কয়ার হাসপাতালের আইসিইউতে। সেখানে পরীক্ষা-নীরিক্ষায় তার লিভার ক্যান্সার ধরা পড়ে। ১৯৯১ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কুমিল্লার দাউদকান্দি থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করেছিলেন আশির দশকের মাঠ কাঁপানো কিংবদন্তী ফুটবলার ও ক্রীড়া সংগঠক বাদল রায়।