শেষ মুহূর্তের গোলে কোপা আমেরিকায় তৃতীয় কলম্বিয়া

- আপডেট সময় : ০১:১৩:০৭ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
শেষ মুহূর্তের গোলে কোপা আমেরিকায় তৃতীয় কলম্বিয়া। পেরুর বিপক্ষে কলম্বিয়ার তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ জয়ের নায়ক ২৪ বছরের পোর্তো উইঙ্গার লুইস দিয়াজ। ম্যাচে জোড়া গোল দিয়েছেন দিয়াজ।দুর্দান্ত খেললেও অতিরিক্ত সময়ে গোল হজম করে তৃতীয় স্থানটিও দখলে নিতে পারেনি পেরু।
ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে শনিবার ভোরে শুরু হয় ম্যাচটি। প্রথমার্ধের একদম শেষ দিকে ৪৫ মিনিটে পাল্টা আক্রমণে এগিয়ে যায় পেরু। ক্রিশ্চিয়ান কুয়েভার পাস থেকে বল জালে জড়ান ইয়োশিয়াম ইয়োতুন। ১-০ স্কোরলাইনে বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরেই স্কোরলাইন ১-১ করে কলম্বিয়া। দ্বিতীয়ার্ধে ফিরে মাত্র ৪ মিনিটের মাথায় ম্যাচে সমতা ফেরান তারকা মিডফিল্ডার হুয়ান কুয়াদ্রাদো। ৬৫ মিনিটের পর কামিও ভারগাসের পাস পেয়ে ডি-বক্সের বাইরে থেকে বল জালে জড়ান লুইস দিয়াজ। ৮২ মিনিটের মাথায় দলকে সমতায় ফেরান পেরুর জিয়ানলুকা লাপাদুলা। রাফায়েল গার্সিয়ার এসিস্টে গোলটি করেন লাপাদুলা। ৯০ মিনিট শেষে স্কোরলাইন সমতাতেই থাকে। রেফারি দেয়া অতিরিক্ত ৪ মিনিটের শেষ মুহূর্তে ডি-বক্সের বাইরে থেকে আচমকা এক শটে পেরুর জাল কাঁপান কলম্বিয়ার ফরোয়ার্ড লুইস দিয়াজ। ৩-২ গোলের ব্যবধানে দল জিতে এবারের কোপায় তৃতীয় স্থান নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে কলম্বিয়াকে।