শেষ মহুর্তের কেনাবেচায় জমে উঠেছে রাজধানীর পশুর হাট

- আপডেট সময় : ০২:৫৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
শেষ মহুর্তের কেনাবেচায় জমে উঠেছে রাজধানীর পশুর হাট। আগের দিনে হঠাৎ করে ক্রেতাদের চাহিদার তুলনায় হাটে পশুর উপস্থিতি ছিল তুলনামুলক কম। তাই দাম খুব চড়া বলে অভিযোগ ক্রেতাদের। তবে অন্যবারের চেয়ে এবার বিক্রি ভাল হওয়ায় খুশী পশু ব্যবসায়ীরা।
গরু নাম কালো মানিক আর ভদ্র। কালো মানিক আকাড়ে বড় হলেও ওজন ১৬ মণ। আর পাশে থাকা ভদ্রের ওজন ১৮ মণ। দুটো গুরুর জন্য খামারী দাম হাকান ১০ লাখ। কিন্তু ক্রেতা না থাকায় ক্ষুদ্ধ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে আসা এই খামারী।
তবে বড় গরু চাহিদা কম থাকলেও ছোট গরু ছিল তীব্র সংকট। রাজধানীর আফতাব নগর গরুর হাট ঘুরে দেখা যায় অধিকাংশ গরুর বেধে রাখার স্থানগুলোই জায়গায় খালি হয়ে আছে। অনেক খুজেও পচ্ছন্দের পশুটি কিনতে না পেরে নিজেদের হতাশা ও ক্ষোভ জানান ক্রেতারা।
দাম চড়া থাকায় এবার বেচা বিক্রি ভাল বলে স্বীকার করেন গরু বিক্রেতারা।গরু কম থাকায় কমেছে বিক্রি, তাই হাসিল ঘরেও নেই সেই ব্যস্ততা।তবে এতকিছুর পরও যারা পচ্ছন্দের পশুটি কিনতে সক্ষম হয়েছে তাদের মুখে ছিল তৃপ্তির ছাপ।ছোট ও মাঝারি সাইজের গরুর এই সংকটে চাপ বেড়েছে ছাগল ও ভেড়ার বাজারে।