শেষ দিনে জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো

- আপডেট সময় : ০৭:১৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
শেষ দিনে রাজধানীর পশুর হাটগুলো বেচা-কেনা জমে উঠেছে। ক্রেতা-বিক্রেতার ভীড়ে সরব হয়ে উঠেছে সিটি করপোরেশনের নির্ধারিত ২১টি হাট। পছন্দের পশু আর তার সাথে দামের সমন্বয় নিয়ে ক্রেতা এবং ব্যাপারীদের মিশ্র প্রতিক্রিয়া তো আছেই। শেষ দিনে বিক্রি বাড়লেও বড় গরুর চাহিদা কম। তবে বেড়েছে পশুর সরবরাহ। গরুর দাম কমে যাওয়ায় হতাশ ও লোকসানে পড়েছেন বেপারীরা।
মুসলিম সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় প্রধান উৎসব পবিত্র ঈদুল আযহা আগামীকাল । কোরবানির জন্য আজকে গরু কেনার জন্য শেষ দিন। ফলে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেও রাজধানীর পশুর হাঁটগুলোতে ক্রেতা সমাগমে জমজমাট সকাল থেকেই।শাহজানপুর গরুর হাট থেকে পছন্দের গরু কিনে অনেকেই ফিরছেন হাসি মুখে। মন্তব্য করেন, বাজেটের মধ্যেই কোরবানির পশু মিলছে এ হাঁটে।একই অবস্থা রাজধানীর অন্যান্য হাঁটগুলোতেও।
অন্যদিকে প্রত্যাশা অনুযায়ী গরু-ছাগল বিক্রি করতে না পেরে মন খারাপ অনেক ব্যপারীর। তারা জানান, কেনা দামের চেয়ে কম মূল্যে গরু-ছাগল বিক্রি করতে হচ্ছে। শেষ দিন হওয়ায় লোকসানে বিক্রি করতে বাধ্য হচ্ছেন বলে দু:খ প্রকাশ করেছেন অনেক ব্যবসায়ী।করোনা পরিস্থিতি বিবেচনায় সিটি করপোরেশন থেকে ইজারাদের হাটের জন্য ৪৮টি নির্দেশিকা দেয়া হলেও ক্রেতা-বিক্রেতাদের অনেকেকেই বিধি মানতে দেখা যায় নি।