শেরপুর-ঢাকা বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
- / ১৭৯৬ বার পড়া হয়েছে
শেরপুরের নবীনগর বাসস্ট্যান্ডে ড্রাইভার ও তার সহযোগীকে লাঞ্ছিতের প্রতিবাদে শেরপুর থেকে ঢাকাগামী সকল বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা বাস মালিক সমিতি।
ময়মনসিংহ বাস মালিক সমিতির মহাসচিবের গাড়ী আটকে এ ঘটনা ঘটে। সম্প্রতি দুই দফায় ঐ ব্যক্তির গাড়ি শেরপুর নবীনগর বাসস্ট্যান্ডে অবৈধভাবে আটকে রাখা হয়। পরে ঘটনার সুষ্ঠু বিচারের সিদ্ধান্ত নেয়া হলেও এর মধ্যেই আবারো মারধর করে নবীনগর বাসস্ট্যান্ডের শ্রমিকরা। এরই প্রতিবাদে ও ঘটনার সুষ্ঠ বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য শেরপুর থেকে ঢাকাগামী সকল বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়।