শেরপুরে শ্রমিকের মূল্য বৃদ্ধি আর ধানের মূল্য কমে আসায় বিপাকে কৃষক

- আপডেট সময় : ০৮:০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
শেরপুরে দু’দফা শিলা বৃষ্টিতে কয়েক হাজার হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্থ হয়েছে। ধান কাটার জন্য শ্রমিকরা হাজার টাকা মজুরি চাচ্ছে। এতে বিপাকে পড়েছে কৃষক। ফলে অনেকের পাকা ধান কাটতে না পারায় পড়ে আছে ক্ষেতেই। কৃষি বিভাগ বলছে, সরকারিভাবে ভর্তুকি দিয়ে সুলভ মূল্যে ধান কাটার হার্ভেস্টার মেশিন দেয়া হচ্ছে।
চালে উদ্বৃত্ত জেলা শেরপুরে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে দু’দফা ঝড় ও শিলা বৃষ্টিতে বিভিন্ন এলাকার ৫ হাজার হেক্টর জমির ধান ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।
শুরু হয়েছে ধান কাটা। একজন শ্রমিক মজুরি নিচ্ছেন এক হাজার হতে বারোশ টাকা। বৃষ্টি হলেই বাড়ছে শ্রমিকের মূল্য। আর ধানের দর ৭শ’ থেকে ৮শ’ টাকা মণ। শ্রমিকের মূল্য বৃদ্ধি আর ধানের মূল্য কমে আসায় বিপাকে কৃষক।
শ্রমিকের মজুরি বেশি হওয়ায় ধান আবাদ করে লোকসান গুনতে হচ্ছে, জানালেন স্থানীয়রা।
কৃষি কর্মকর্তা জানান, কৃষদের সুলভ মূল্যে ধান কাটতে চাহিদা মাফিক হার্ভেস্টার মেশিন দেয়া হচ্ছে।
জেলায় এবার ৯১ হাজার ৬শ’ ৯৬ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে।