শেরপুরে বন্য হাতি নিধন শুরু করেছে সীমান্তবাসী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
অবশেষে বন্য হাতি নিধন শুরু করেছে সীমান্তবাসী। প্রায় এক মাস ধরে শেরপুর জেলার সীমান্তে পাহাড়ী এলাকায় বন্যহাতি অবাধ বিচরণ করছে।
আক্রমণ থেকে রক্ষা পেতে নিজেদের আবাসস্থলসহ ধান ও সবজী ক্ষেত ঘিরে জিআই তারে সরাসরি বিদ্যুৎ সংযোগ দিয়ে হাতির দলকে প্রতিহত করা হয়।আজ সকালে শ্রীবরদীর সীমান্ত এলাকায় একটি বন্য হাতির মৃতদেহ উদ্ধার করে বনবিভাগ। গেল রাতে একটি হাতির দল লোকালয়ের খুব কাছাকাছি চলে আসে। বনবিভাগের কর্মকর্তারা স্থানীয়দের সহযোগিতায় হাতির দলকে বনের দিকে ফিরিয়ে দেয়। পরে, রাত প্রায় তিনটার দিকে মালাকুচা এলাকার আমির উদ্দিনের বাড়ির পাশে বিদ্যুতায়িত হয়ে ওই হাতিটির মৃত্যু হয়। ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ২৫টি হাতির মৃত্যু হয়েছে।