শেরপুরে অনুষ্ঠিত হয়েছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা

- আপডেট সময় : ০৬:৫৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের বয়ড়া পরানপুরে অনুষ্ঠিত হয়েছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। ঐতিহ্যকে ধরে রাখতে ত্রিশ বছরেরও বেশি সময় ধরে এ মেলা আয়োজন করে আসছে স্থানীয় যুবকরা।
গ্রামীণ মেলার ঐতিহ্য ধরে রাখতে শেরপুরের ভাতশালা ইউনিয়নের যুবকরা প্রতিবছরই ঐতিহ্যবাহী এ গ্রামীণ মেলার আয়োজন করে। ইংরেজী নববর্ষের প্রথম সপ্তাহের সুবিধাজনক সময়ে আয়োজন করা হয় এ মেলার।
মেলায় ঘোড়দৌড়, সাইকেল রেস, গাঙ্গি খেলা ও নারীদের মিউজিক্যাল চেয়ার, হাড়ি ভাঙ্গা, মোরগ লড়াইসহ বিভিন্ন গ্রামীণ খেলা ও প্রতিযোগিতার মাধ্যমে এক উৎসব সৃষ্টি হয় মেলায় আসা হাজারো দর্শকের মাঝে।
এ ছাড়াও ঐতিহ্যবাহী মুখরোচক খাবার, মুড়কি-মুড়ি, মোয়া, নিমকি, গজা, কলাই, বাদাম কটকটি, তিলের খাজাসহ প্লাস্টিক ও মাটির তৈরি শিশুদের বিভিন্ন খেলনা এবং নারীদের বিভিন্ন প্রসাধনীসহ গৃহস্থালির বিভিন্ন পণ্যের পসরা বসে মেলায়। মেলা দেখতে আশপাশের গ্রামসহ বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক শিশু-কিশোরসহ সব বয়সি মানুষের ঢল নামে।
ত্রিশ বছরেরও বেশী সময় ধরে চলে আসা এ মেলার ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছরই আয়োজনের দাবি স্থানীয়দের। তাই আগামীতেও মেলা আয়োজনের প্রত্যয় উদযাপন কমিটির।
গ্রামীণ মেলায় এসে আনন্দে মেতে ওঠে শিশু-কিশোর, পুরুষ-মহিলাসহ সর্বস্তরের মানুষ। ঐতিহ্যবাহী এ মেলা যাতে প্রতিবছরই হয়- এ দাবি মেলায় আসা জনসাধারণের।