শেরপুরের সেই ভিক্ষুক নজিমউদ্দিন পাচ্ছেন প্রধানমন্ত্রীর দেয়া ঘর ও জমি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৫:০২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
শেরপুরের সেই ভিক্ষুক নজিমউদ্দিন পাচ্ছেন প্রধানমন্ত্রীর ঘর ও জমি। ভিক্ষা করে নিজের ঘর বানানোর জন্য জমানো ১০ হাজার টাকার করোনায় দু:স্থদের সহায়তা করেন নাজিমুদ্দিন।
বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর হলে তাকে সব ধরনের সহায়তার নির্দেশ দেন তিনি। দুপুরে শেরপুরের সেই দানবীর ভিক্ষুককে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। জেলা প্রশাসক আনারকলি মাহবুব ভিক্ষুক নজিমদ্দিনকে ফুলের তোড়া ও স্ল্যাশ পরিয়ে দেন। এ সময় তাকে একটি দোকান করার জন্য সবধরনের সহযোগিতা করার নির্দেশ দেন এবং প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে ২৫ লাখ টাকা মূল্যের একটি ঘর ও জমি দেয়ার কথাও জানানো হয়। এছাড়াও ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজীবন চিকিৎসা সেবাসহ সরকারী সাহায্য অব্যাহত থাকবে বলে জানায় জেলা প্রশাসন।