শেরপুরের জাকের মঞ্জিলে বিশ্ব ইসলামী সম্মেলন শুরু হয়েছে
- আপডেট সময় : ০৬:৪১:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৯১২ বার পড়া হয়েছে
বিশ্ব ওলী হযরত খাজা শাহসূফী ফরিদপুরী’র পবিত্র ওফাত স্মরণে তাঁর জন্মস্থান শেরপুরে জাকের মঞ্জিলে বিশ্ব ইসলামী সম্মেলন শুরু হয়েছে। বিশ্বব্যাপী সাম্য, সৌহার্দ্য, সম্প্রীতি, ঐক্য ও প্রগতির ধারা জোরদারে তাগিদ জানিয়ে শুরু হয়েছে এবারের সম্মেলন।
দেশের বিভিন্ন জায়গা থেকে জাকের পার্টি ও সহযোগী সংগঠনগুলোর নেতৃত্বে শান্তিকামী মানুষ এ সম্মেলনে জরো হয়েছেন। নামাজের সাথে নফল ইবাদত বন্দেগি এবং ইসলামের শাশ্বত রূপ আলোচনা করে ওয়াজ নসিহত অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে মহান ভাষা শহীদদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ইসলামের উদারনৈতিক মানবিক মূল্যবোধের সাথে প্রগতিশীলতার অভূতপূর্ব সমন্বয় সাধনের মূল সুরই ধ্বনিত হচ্ছে এ ইসলামী সম্মেলনে। জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেবেন রাত ৮টায়। এছাড়া পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।










