শেখ হাসিনা সরকারকে উৎখাতের জন্য সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিয়ে উঠছে: নির্মল রঞ্জন গুহ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২
- / ১৭৪১ বার পড়া হয়েছে
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ছুটে চলেছে উন্নয়নের মহসড়কে। এজন্য একাত্তরের পরাজিত শক্তিরা অরাজকতা সৃষ্টির মধ্য দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে বলে জানান, আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। দুপুরে ঢাকার দয়াগঞ্জে বাংলাদেশ হিন্দু যুব পরিষদের সম্মেলনে একথা বলেন তিনি।
নির্মল গুহ আরো বলেন, শেখ হাসিনা সরকারকে উৎখাতের জন্য সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিয়ে উঠছে। তাই এই শক্তিকে ধ্বংস করার জন্য অসাম্প্রদায়িক চেতনায় সাবইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশের যুব সমাজকে মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে দেশ গড়ার কাজে এগিয়ে যাওয়ার কথাও বলেন তিনি। এছাড়া, সাম্প্রদায়িক সকল অপশক্তিকে মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে উন্নত ও সমৃদ্ধশালী দেশ গড়ার প্রত্যয় নিয়ে এদেশের যুব সমাজকে এগিয়ে যাবার আহ্বান জানান নির্মল রঞ্জন গুহ।
























