শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে ভারতকে কোনো অনুরোধ করেননি বলে দাবি পররাষ্ট্রমন্ত্রীর

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১০:২১ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে ভারতকে কোনো অনুরোধ করেননি বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি বলেন, তাকে যে অভিযোগে অভিযুক্ত করা হয়েছে, তার ধারেকাছেও তিনি নেই।
১৮ আগস্ট চট্টগ্রামে জন্মাষ্টমী উৎসবের অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এমন কথা বললেও, সচিবালয়ে দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি দাবি করেন, এমন কথা বলেননি।
তবে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে মনে করেন সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিক মোহাম্মদ শফিউল্লাহ।