শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪০:০৬ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর শের এ বাংলা নগরে পরিকল্পনা কমিশনে এ বৈঠকে অংশ নেন সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের মন্ত্রী, সচিব ও জেষ্ঠ্য কর্মকর্তারা।
আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বৈঠকে যোগ দেন। বৈঠকে &টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উত্থাপিত হয়। প্রধানমন্ত্রী এসময় চলমান প্রকল্পগুলোর কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, করোনার কারণে গোটা বৈশ্বিক অর্থনীতি বাঁধাগ্রস্ত হলেও বাংলাদেশ তার প্রবৃদ্ধি ধরে রেখেছে। মেগা প্রকল্পগুলো সঠিক সময়ে সম্পন্ন করারও তাগিদ দেন তিনি। পাশাপাশি প্রকল্পগুলোতে বাস্তবায়নে অপচয় রোধ করে মান ধরে রাখতে আবারো কড়া তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।