শুল্কমুক্ত আমদানিতেও স্থিত হয়নি চালের বাজার

- আপডেট সময় : ০৬:৩৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / ১৫২১ বার পড়া হয়েছে
বছরজুড়েই নানা অযুহাতে বাড়তি দেশের ধান চালের বাজার। নিয়ন্ত্রণে সরকার শুল্কমুক্ত চাল আমদানির সুযোগ দিলেও শক্ত মনিটরিংয়ের অভাবে বাজারে প্রভাব নেই। প্রান্তিক কৃষকরা বলছেন, অসাধু ব্যবসায়ী ও মিলারদের মজুদের কারণে তারা ধানের ন্যায্যমূল্য পাচ্ছেন না। আর, মিল মালিকরা বলছেন, ধানের মজুদ কৃষকদের কাছেই। বাজার নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি খাদ্য বিভাগের কর্মকর্তাদের।
কুষ্টিয়ার কুমারখালীর নগর সাঁওতা গ্রামের কৃষক জামির হোসেন।তার অভিযোগ, বছর জুড়ে ধানের চাষ করলেও ন্যায্য মূল্য পাচ্ছেন না সে। ধার দেনা করে ফসল ফলিয়ে শোধ হয়না ঋণ।
জামির হোসেনের মতো অন্য কৃষকরাও বলছেন, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী আর মিলাররা মৌসুমের শুরুতে কম দামে ধান কিনে মজুদ করে, মৌসুমের শেষে বেশি দামে বিক্রি করছেন। ফলে ধানের কাঙ্খিত মূল্য না পেয়ে চরম ক্ষতির মুখে পড়েছেন প্রান্তিক পর্যায়ের কৃষক।
চালের খুচরা ক্রেতারা বলছেন, মিলার ও ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণেই চালের বাজার অস্থির।
মিলাররা অভিযোগ অস্বীকার করে বলেন, তারা কৃষক এবং ব্যবসায়ীদের কাছে থেকে ধান ক্রয় করেন। কৃষকদের কাছেই ধানের মজুদ।
খাদ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, ধান ও চালের দাম মূলত খাদ্য মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয়ের সমন্বয়ে নির্ধারিত হয়। তাই, ধান ও চালের বাজার নিয়ন্ত্রণেই থাকে।
সাধারন মানুষ মনে করে, ধান চালের সংকট না থাকলেও নান অযুহতে বাজার নিয়ন্ত্রণের বাইরে থাকে মিলার ও ব্যবসায়ীদের কারণে।