শুরু হয়েছে জাতীয় সংসদের ২২তম বিশেষ অধিবেশন

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
শুরু হয়েছে জাতীয় সংসদের ২২তম বিশেষ অধিবেশন। আজকের অধিবেশনে স্মারক বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় জীবনে এই অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী। বলেন, জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে এই বিশেষ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, সংসদের ৫০ বছর পূর্তিতে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকরের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর এগিয়ে আসা উচিত। সংসদ হওয়া উচিত দেশের সব মানুষের আশা–আকাঙ্ক্ষার কেন্দ্র।