শুরু হয়েছে অমর একুশে বই মেলা
- আপডেট সময় : ০৮:৪৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৯৪ বার পড়া হয়েছে
ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান মুছে ফেলার চেষ্টা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বার বার বাংলা ভাষার উপর আঘাত এসেছে। তারপরও ষড়যন্ত্রকারীরা ভাষার বিকাশে বাধা হতে পারেনি। সরকার প্রধান আরো বলেন, প্রযুক্তি শিক্ষার পাশাপাশি বই পড়ার অভ্যাসও গড়ে তুলতে হবে। একুশে বইমেলা এবার এক মাস চলতে পারে বলেও আশা করেন প্রধানমন্ত্রী।
নানা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্য দিয়ে অবশেষে সংক্ষিপ্ত পরিসরে শুরু হয়েছে অমর একুশে বই মেলা। বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে সূচনা হয় অনুষ্ঠানের।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলা ভাষার উপর একাধিকবার আঘাত এসেছে। মুছে ফেলার চেষ্টা করা হয়েছে ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান।
শেখ হাসিনা আরো বলেন, আগামী প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে হবে। তাই প্রযুক্তি শিক্ষার পাশাপাশি বই পড়ার অভ্যাসও গড়ে তুলতে হবে।
বাংলার পাশাপাশি অন্য ভাষা ও সাহিত্য সম্পর্কে জানাতে বাংলা একাডেমিকে অনুবাদের প্রতি বেশি জোর দিতে বলেন প্রধানমন্ত্রী।
এছাড়া, এক মাস পর্যন্ত এবারের বইমেলা চলতে পারে বলেও আশা ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে ১১টি বিভাগে ১৫ জনকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করা হয়।

















