শুরু হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতকে ভর্তি পরীক্ষা

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
প্রায় অর্ধলাখ পরীক্ষার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতকে ভর্তি পরীক্ষা।
সোমবার সকাল সাড়ে ন’টায় বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনে সি ইউনিটে ৪৪ হাজার ১৯৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।গড়ে প্রতি আসনে লড়ছে ৩১ পরীক্ষার্থী ।পরীক্ষা কক্ষে কেবলমাত্র প্রবেশপত্র ও পরীক্ষা সংক্রান্ত উপকরণ ও কাগজপত্র ছাড়া সকল ইলেকট্রনিক যন্ত্র নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে, ভর্তি পরীক্ষা চলাকালে পুরো ক্যাম্পাসে চার স্তরের বিশিষ্ট নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে।পাশাপাশি আছে ভ্রাম্যমান আদালতও। প্রতিদিন তিন শিফটে ৬ অক্টোবর পর্যন্ত চলবে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা।