শুরু হলো বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবলের নতুন মৌসুম

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৬:১১ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
শুরু হলো বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবলের নতুন মৌসুম। উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে উত্তরা ফুটবল ক্লাব। ১-০ গোলে হারিয়েছে নোফেল স্পোর্টিং ক্লাবকে।
কমলাপুরের শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক দু’দল। তবে, প্রথমার্ধে গোল আদায় করতে পারেনি কেউই। বিরতির পর লিড নেয় উত্তরা ফুটবল ক্লাব। দলকে এগিয়ে নেন ফরোয়ার্ড ফুয়াদ হাসান। ৫৫ মিনিটের ঐ এক গোলে নির্ধারণ হয় ম্যাচের ভাগ্য। এবারের আসরে অংশ নিচ্ছে ১২টি ক্লাব। বিকেলে নতুন মৌসুমের উদ্বোধন করেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী এমপি।