শুরুর ব্যর্থতা কাটিয়ে মুশফিক-লিটনের ব্যাটে চট্টগ্রাম টেস্টে ভালো অবস্থানে বাংলাদেশ

- আপডেট সময় : ১১:২৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
- / ১৫৯২ বার পড়া হয়েছে
শুরুর ব্যর্থতা কাটিয়ে মুশফিক-লিটনের ব্যাটে চট্টগ্রাম টেস্টে ভালো অবস্থানে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে প্রথম দিনশেষে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ২৫৩ রান। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আলো ছড়িয়েছেন লিটন, অপরাজিত ১১৩ রানে। ৮২ রানে সঙ্গী মুশফিকুর রহিম। ২০৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে দ্বিতীয় দিন শুরু করবেন মুশফিক-লিটন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে আরও জানাচ্ছেন নূর উদ্দিন খান।
কথায় আছে সকালের সূর্য থেকেই দিনের আভাস মেলে। অথচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম সাক্ষী হলো ভিন্ন অভিজ্ঞতার। যার নেপথ্যে মুশফিকুর রহিম আর লিটন কুমার দাস। এ দুয়ের ২০৪ রানের জুটি শুরুর ব্যর্থতা ভুলিয়েছে।
এদিন বিপরীত মেরুতে বাংলাদেশের ওপেনিং জুটি। রঙিন পোশাকের ব্যর্থতা সাদা পোশাকেও টেনে আনলেন সাইফ হাসান। শাহীন আফ্রিদীর বলে ব্যক্তিগত ১৪ রানে ফিরেছেন বাংলাদেশের ওপেনার।
সাইফের পর স্বাগতিকদের চাপে ফেলেন সাদমান ইসলাম। দলীয় ৩৩-শে দুই ওপেনারের বিদায়।
পরের দুই ব্যাটারও প্রতিরোধ গড়তে পারেননি। ভরসার প্রতীক মমিনুলও ব্যর্থ এদিন। ব্যক্তিগত ৬ রানে বাংলাদেশ অধিনায়ককে ফেরান সাজিদ খান।
টিকতে পারেননি নাজমুল শান্তও। সাইফ, সাদমানের পর চৌদ্দ রানের চক্করে নাজমুল শান্ত।
৪৯ রানে ৪ উইকেট হারানো দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস। গুরু দায়িত্ব কাঁধে নিয়ে লড়েছেন, আলো ছড়িয়েছেন সাগরিকায়।
প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনেও মুগ্ধতা ছড়ানো ব্যাটিং লিটন-মুশফিকের। ক্যারিয়ারের দশম ফিফটিতে রং ছড়িয়েছেন লিটন, মুশফিক ২৪তম অর্ধশতকে।
অর্ধশতককে শতকে রূপ দিতে ভুল করেননি লিটন। সাদা পোশাকে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির উৎসবে রাঙালেন সাগরিকাকে।
১১৩ রানে অপরাজিত থেকে অভিষেক শতককে পূর্ণতা দিয়েছেন লিটন। দ্বিতীয় দিনে ক্যারিয়ারের অষ্টম শতকের অপেক্ষায় মুশফিক, ৮২ রানে অপরাজিত থেকে।