শুধু রাজধানী ঢাকাতেই সাড়ে তিন হাজার মাদক কারবারি রয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৬০৪ বার পড়া হয়েছে
শুধু রাজধানী ঢাকাতেই সাড়ে তিন হাজার মাদক কারবারি রয়েছে জানিয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান।
দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তরের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। অতিরিক্ত পরিচালক আরও জানান, সম্প্রতি রাজধানীর গুলশান, ভাটারা, কুড়িল ও রমনা এলাকায় অভিযান চালিয়ে ৫৬০ গ্রাম আইস ও ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তার দাবি, এটি এখন পর্যন্ত ঢাকায় জব্দ হওয়া আইসের সবচেয়ে বড় চালান। এ সময় দুটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সন্মেলনে।























