শুধু বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়, জেলা কার্যালয়গুলোর বেশির ভাগ তালাবদ্ধ
- আপডেট সময় : ০৭:০৩:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
- / ১৭৪২ বার পড়া হয়েছে
শুধু ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়, দলটির জেলা কার্যালয়গুলোর বেশির ভাগ তালাবদ্ধ।এদিকে, তফসিল ঘোষণার পর নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। তৃণমূল বিএনপির অনেক নেতা অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছেন।
দেশের ৬৪টির মধ্যে দলটির ৫৬টি জেলা কার্যালয়ই বন্ধ রাখা হয়েছে। বিএনপির নেতা-কর্মীরা বলছেন, কার্যালয় ঘিরে পুলিশের পাহারা, টহল অযথা গোয়েন্দাদের তৎপরতায় তারা ভীত। গ্রেপ্তারের ভয়ে আত্মগোপনে থাকতে বাধ্য হচ্ছেন নেতা-কর্মীরা।
এদিকে, পুরো দেশ জুড়েই নেতৃত্ব দ্বিধাগ্রস্থ বিএনপির তৃণমূল নেতাকর্মীরা নির্বাচনে অংশ নেয়ার আগ্রহ দেখিয়েছেন। স্বতন্ত্র নয়তো তৃণমূল বিএনপি, বিএনএম, বিএনএফসহ ভিন্ন রাজনৈতিক দলে যোগ দিয়ে নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন অনেকে। মাঠ পর্যায়ে বিএনপি নেতাদের নির্বাচনমুখী তৎপরতায় বেকায়দায় পড়েছে দলটি। একদফা দাবিতে যদিও আন্দোলনের অংশ হিসেবে অবরোধ ও হরতাল কর্মসূচি পালন করা হচ্ছে।




















