শুধু বাঁধ দিলেই হবে না সুরক্ষায় গাছ লাগাতে হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৮:২৪ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
শুধু বাধ দিলেই হবে না, বাধ সুরক্ষায় গাছ লাগিয়ে ভরে তুলতে হবে। বাধ যাতে আর না ভাঙে, সেজন্য গাছ লাগিয়ে দু’ধারে ঘন বন তৈরি করতে হবে। একথা জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
সকালে সাতক্ষীরার উপকুলীয় উপজেলা- আশাশুনি ও শ্যামনগরে, সুপার সাইক্লোন আম্পানে বিধ্বস্ত বেড়িবাঁধ পরিদর্শনকালে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, নদীর বুকে জেগে ওঠা চরের মাটি কেটে ভাঙন কবলিত বাধের পাশে ফেলে ভাঙন থেকে রক্ষা করতে হবে। আর সেখানে লাগাতে হবে গাছ। তবেই টেকসই হবে বেড়িবাঁধ। তা না হলে বাধ টিকবে না। প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী বর্ষার আগেই বাধের নির্মাণ কাজ শেষ করতে সরকার কাজ করছে।






















