শুক্রবার থেকে শুরু হচ্ছে পাকিস্তান-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
শুক্রবার থেকে শুরু হচ্ছে পাকিস্তান-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দু’দল। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সকাল ১১ টায়।
দীর্ঘ ২৪ বছরের বিরতির পর রোববার পাকিস্তানে পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। জাতীয় দলের হয়ে অস্ট্রেলিয়ার সব ক্রিকেটারের এটি প্রথম পাকিস্তান সফর। ঘরের মাঠে অ্যাশেজে ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারিয়ে অস্ট্রেলিয়া রয়েছে দারুন ফর্মে। যদিও পাকিস্তানে খেলাটা সম্পুর্ন নতুন অভিজ্ঞতা হবে অস্ট্রেলিয়ায়র খেলোয়াড়দের জন্য। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্ট সিরিজ হারলেও ঘরের মাঠে জয়ের ব্যপারে আশাবাদী পাকিস্তান। করোনা আর ইনজুরিতে চিন্তিত স্বাগতিকরা। হাসান আলি ও ফাহিম আশরাফ ইনজুরিতে থাকায় দলে নেই। করোনা পজেটিভ হয়ে দল থেকে বাদ পড়েছেন হ্যারিস রউফ।










