শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
সিরিজ জয়ের মিশনে শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। ডারবানে দু’দলের দ্বৈরথ মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।
দাপুটে জয় দিয়ে ওয়ানডে মিশন শুরু করছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে হারিয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে। এবার সিরিজ জয়ের মিশন প্রোটিয়াদের সামনে। জয়ের ধারা ধরে রেখে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেত চায় স্বাগতিকরা। অন্যদিকে, সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই ইংল্যান্ডের সামনে। তাই ঘুরে দাঁড়াতে মরিয়া ইংলিশরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচ একাদশে একাধিক পরিবর্তন আনতে পারে সফরকারীরা। আর অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে স্বাগতিক শিবির। তার আগে চার ম্যাচের টেস্ট সিরিজ ৩-১ ব্যবধানে জিতেছে ইংল্যান্ড।