শুকনো মৌসুমে ধরলার ভাঙনে আতঙ্কিত হয়ে পড়েছে কুড়িগ্রাম সদর উপজেলার মানুষ

- আপডেট সময় : ১০:৫৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
শুকনো মৌসুমে ধরলার ভাঙনে আতঙ্কিত হয়ে পড়েছে কুড়িগ্রাম সদর উপজেলার মানুষ। নিজেদের শেষ আশ্রয় ঘর-বাড়ি, ফসলী জমি ও শিক্ষা প্রতিষ্ঠান বাঁচাতে দ্রুত ভাঙ্গন রোধের দাবি জানিয়েছে তারা। এখনই ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ না নিলে আগামী বর্ষা মৌসুমে সব হারানোর শঙ্কায় রয়েছে হাজারো অসহায় মানুষ।
গত এক মাস ধরে কুড়িগ্রাম সদরের মোগলবাসা ইউনিয়নের কিসামত, মোগলবাসা ও সিতাইঝাড় গ্রামে ৫ কিলোমিটার এলাকা জুড়ে ধরলা নদীর ভাঙ্গন তীব্র আকার ধারন করেছে। এরই মধ্যেই কয়েক’শ ঘর-বাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে। ভাঙ্গনের হুমকীতে পড়েছে তিন গ্রামের ৫ শতাধিক ঘর-বাড়ি, ৭টি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দিরসহ ঐতিহ্যবাহী মোগলবাসাহাট ও ইউনিয়ন পরিষদ ভবন। গত এক বছরের মধ্যে এক কিলোমিটার দূরে থাকা ধরলা নদী ভাঙ্গতে ভাঙ্গতে এখন পানি উন্নয়ন বোর্ডের তীর রক্ষা বাঁধের একেবারেই কাছে চলে এসেছে। এ অবস্থায় স্থায়ী ভাঙ্গন রোধে পাউবোর কার্যকর কোন পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
ভক্সপপ:
ভাঙ্গনের কবল থেকে সরকারী বেসরকারী প্রতিষ্ঠানসহ বহু স্থাপনা ও ফসলী জমি রক্ষায় দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন এ জন প্রতিনিধি।
সিংক- নুরুজ্জামান বাবলু, চেয়ারম্যান, মোগলবাসা ইউনিয়ন পরিষদ, সদর, কুড়িগ্রাম।
স্থায়ী নদী ভাঙ্গন রোধে একটি প্রকল্প একনেকে পাশের অপেক্ষায় রয়েছে জানায় পানি উন্নয়ন বোর্ড।
ধরলার নদীর ভাঙ্গন রোধে শিগগির যথাযথ ব্যবস্থা নেবে সংশ্লষ্টরা, এমন অপেক্ষায় রয়েছে স্থানীয়রা।
আপস: