বাড়ির বৈঠকখানার ভেতরেই কবর খুঁড়ে বাবাকে দাফন করলেন সন্তানরা

- আপডেট সময় : ০১:৪০:০৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
শুকনো জায়গা না থাকায় বাড়ির বৈঠকখানার ভেতরেই কবর খুঁড়ে বাবাকে দাফন করলেন সন্তানরা। বন্যার পানিতে সবকিছু তলিয়ে যাওয়ায় বাধ্য হয়ে বাড়িতেই কবর দিতে হয়েছে। রাজশাহীর বাগমারা উপজেলার বড়বিহানালী ইউনিয়নের বেড়াবাড়ি গ্রামের এ ঘটনা। এদিকে, এখনো সরকারী ত্রাণ হাতে না পাওয়ায় কষ্টে পড়েছেন বানভাসি মানুষ।
গেল ২১ জুলাই রাতে নিজবাড়িতেই মারা যান সাতাশি বছর বয়সী আবু তাহের। কিন্তু চারপাশজুড়ে থৈ থৈ করছে বন্যার পানি। ডুবে গেছে গোটা গ্রাম। কবরস্থানগুলো পানির নিচে পড়ে যাওয়ায় মরদেহ দাফনের কোথায় শুকনো জায়গাটুকুও আর নেই। তবে খানিকটা উঁচুতে হওয়ায় তখনো পানি ওঠেনি বসত বাড়িতে।এমন পরিস্থিতিতে উপায় না পেয়ে নিজ বাড়ির বৈঠকখানার ভেতরেই কবর খনন করে বাবাকে দাফনের পর ঘরটিতে তালা মেরে রেখেছেন ছেলে আবুল হোসেন বাগাতি।
এই গ্রামের তিনশতাধিক মানুষ এক সপ্তাহ ধরে পানিবন্দী। আশপাশের আরও দুটি গ্রামের বাড়িঘরেও উঠেছে পানি। তলিয়ে গেছে রাস্তাঘাট। নৌকা ছাড়া উপায় নেই চলাচলেরও। বানভাসিরা আশ্রয় নিয়েছেন সড়কে। গবাদি পশু ও বাড়ির জিনিসপত্র নিয়ে বিপাকে পড়েছেন তারা। বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটে খেয়ে না খেয়ে দিন কাটছে বন্যা কবলিতদের।
কবরস্থান ডুবে যাওয়ায় বাড়ির বাইরে আবু তাহেরকে দাফন করা যায় নি বলে জানিয়েছন স্থানীয় ইউপি চেয়ারম্যান। তিনি বলেছেন, এখনো সরকারি ত্রাণ হাতে না পাওয়ায় কষ্টে আছেন বানভাসিরা। বন্যার পূর্বাভাস অনুযায়ী, দীর্ঘস্থায়ী হতে পারে এবারের বন্যা।