শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১২তম

- আপডেট সময় : ০৭:১৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
দুর্নীতির ধারণা সূচক অনুযায়ী শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এবছর ১২তম। বাংলাদেশের প্রাপ্ত পয়েন্ট ২৬। সর্বনিম্ন ১২ পয়েন্ট নিয়ে যৌথভাবে বিশ্বের শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হয়েছে দক্ষিণ সুদান ও সোমালিয়া।
বৃহস্পতিবার বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল- টিআই পরিচালিত জরিপের ভিত্তিতে এই সূচক প্রকাশ করা হয়েছে। তবে বাংলাদেশের অবস্থান সম্পর্কে টিআই বলছে, বিগত দু’বছর ধরেই বাংলাদেশের পয়েন্ট ২৬। যা ২০১৮ ও ২০১৯ সালের মতো অপরিবর্তিত রয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। তালিকা অনুযায়ী বাংলাদেশের সাথে এবার যৌথভাবে ১২তম স্থানে রয়েছে উজবেকিস্তান ও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। সূচক অনুযায়ী ২০২০ সালে বাংলাদেশের অবস্থান সংক্রান্ত ব্যাখ্যায় টিআইবি বলছে, সিপিআই ২০২০ অনুযায়ী ১৮০ দেশের উপর চালানো জরিপে দেশভিত্তিক গড় স্কোর ৪৩। সেই বিবেচনায় বাংলাদেশের স্কোর ২৬ হওয়ায় দুর্নীতির ব্যাপকতা এখনও উদ্বেগজনক বলে মনে করছে টিআই বাংলাদেশ।